1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আর্সেনালের জয়রথ থামাল ম্যান সিটি

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

অনলাইন ডেস্ক::কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের মাটিতে হারিয়েছিল আর্সেনাল। সব মিলিয়ে ইপিএলের শীর্ষে থাকা ক্লাবটির দারুণ মৌসুম কাটাচ্ছিল। অবশেষে এফএ কাপে তাদের জয়রথ থামাল ম্যানচেস্টার সিটি।ইত্তিহাদ স্টেডিয়ামে শুক্রবার রাতে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ গোলে হারায় ম্যানসিটি। ম্যাচের ৬৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন নাথান আকে।
ম্যাচে দাপট দেখিয়ে খেলে ম্যানসিটি। আর্সেনাল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচে ১১টি শট নেয় ম্যানসিটি, ৩টি অনটার্গেট। অন্যদিকে ৭টি শট নেয় আর্সেনাল, যার মধ্যে ২টি অনটার্গেট। ম্যাচের ৫৪ শতাংশ সময় বল ম্যানসিটির পায়ে ছিল।
ম্যানচেস্টার সিটি এই প্রথম এফএ কাপে আর্সেনালকে হারিয়েছে। সবশেষ দেখায় ১৯০৪ সালে ২-০ গোলে হেরেছিল সিটি। এর আগে এফএ কাপে চারবারের দেখায় প্রত্যেকবারই হেরেছিল সিটি।
তবে সাম্প্রতিক সময়ে সিটির ধারে কাছেও নেই আর্সেনাল। সব প্রতিযোগিতামূলক খেলায় ১৪ বারের দেখায় ১৩ বারই হেরেছে আর্সেনাল।
পেপ গার্দিওয়ালাও একটি বিরল রেকর্ডের কীর্তি গড়েন। আর্সেনালের বিপক্ষে তার জয় ১৮টি ম্যাচে। তার কোচিং ক্যারিয়ারে এটি সর্বোচ্চ সংখ্যক কোনো একটি ক্লাবের বিপক্ষে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..