1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
১৭ মার্চ ওড়াতে হবে জাতীয় পতাকা, প্রজ্ঞাপন জারি, পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি, সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণমাধ্যম-পরিবেশমন্ত্রী,সাবেক এমপি নাসের রহমানের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে পুলিশের বাধা পেরিয়ে মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ, রমজানে মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি : প্রধানমন্ত্রী, রমজানে বাজার অস্বাভাবিক হলে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ, গুলিস্তান-সায়েন্সল্যাবের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই : আইজিপি.সপ্তাহে তিন দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার. মিয়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা : নিহত ৩

‘পাঠান’ জ্বরে কাঁপছে ভারত, গড়ল ১০ রেকর্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৫১ বার পঠিত

অনলাইন ডেস্ক:: যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমা ‘পাঠান’ জ্বরে কাঁপছে ভারত। দীর্ঘ ৪ বছর পর রূপালী পর্দায় ফিরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন শাহরুখ খান ও তার পাঠান।মুক্তির প্রথমদিনেই ইতিহাস গড়েছে সিনেমাটি। এদিন ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি, যা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ে সর্বোচ্চ। এতোদিন এ রেকর্ড ছিল দক্ষিণী সিনেমা ‘কেজিএফ-২’। হিন্দি ভাষায় প্রথমদিনে যশ অভিনীত সিনেমাটি আয় করেছিল ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি।এদিকে জানা গেছে, ২৫ জানুয়ারি মুক্তির পর ১০টি রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। সেগুলো হলো -১) প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা
মুক্তির প্রথম দিনে (২৫ জানুয়ারি) পাঠান কেবল ভারত থেকে আয় করেছে ৫৫ কোটি রুপি! যা হিন্দি সিনেমার প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড।২) অগ্রিম বুকিংয়ে রেকর্ড শুধু প্রথম দিনের আয়ের রেকর্ডই নয়, ‘পাঠান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও আর সবার থেকে বেশি। মুক্তির আগেই সিনেমাটির ৫ লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়, যা একটি নতুন রেকর্ড। এটা দেখেই বিশ্লেষকরা ধরে নেয়, মুক্তির পর বক্স অফিসে তোলপাড় ফেলে দেবে পাঠান। এবং সেটাই হয়েছে।৩) ছুটির দিনে মুক্তি না পেয়েও সর্বোচ্চ আয় ভারতে সাধারণত শুক্রবারেই নতুন সিনেমা মুক্তি পায়। কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পায় মঙ্গলবার। ছুটির দিন না হলেও ‘পাঠান’ দেখতে দর্শকের ভিড় ছিল অভাবনীয়। যানজট লেগে যায় শহরগুরোতে। প্রথম দিনেই ৫০ কোটি আয়ের মাইলফলক পার করে সিনেমাটি। ৪) সবচেয়ে বেশি হলে মুক্তি:
ভারতে এ পর্যন্ত ৫৫০০–এর বেশি হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’, যা হিন্দি সিনেমার জন্য নতুন রেকর্ড।

৫) সবচেয়ে বেশি দেশে মুক্তি
শুধু ভারতেই নয়; ‘পাঠান’ মুক্তি পেয়েছে শতাধিক দেশের ২৫০০–এর বেশি সিনেমা হলে। এর আগে কখনোই কোনো ভারতীয় সিনেমা এতগুলো দেশে একসঙ্গে মুক্তি পায়নি বলে খবর।
৬) প্রযোজনা সংস্থার রেকর্ড
‘পাঠান’ ও ‘কেজিএফ-২’ এর আগে প্রথমদিনের শীর্ষ আয়ের রেকর্ড ছিল ‘ওয়ার’সিনেমার দখলে। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৫১ দশমিক ৬০ কোটি রুপি। ‘ওয়ার’-এর পর অবশ্য এ প্রযোজনা সংস্থার কয়েকটি কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়নি। তবে এক ‘পাঠান’সংস্থাটির কর্মকর্তাদের সেই দুঃখ মুছে দিল। এখন যশরাজ প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘পাঠান’।
৭) পরিচালকের রেকর্ড
প্রযোজনা সংস্থার রেকর্ড হবে আর পরিচালক বসে থাকবেন! তা হবার নয়। ব্লকবাস্টার ‘ওয়ার’দিয়ে রেকর্ড গড়েছিলেন পরিচালক আনন্দ সিদ্ধার্থ। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন। পাঠান তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হতে যাচ্ছে।
৮) জন আব্রাহামের রেকর্ড
শাহরুখের মতো ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামের জন্যও নতুন রেকর্ড তৈরি করেছেন। এটিই প্রথম দিনে আয়ের নিরিখে অভিনেতার ক্যারিয়ার–সেরা সিনেমা।
৯) শাহরুখের সবচেয়ে বেশি আয় করা ছবি
পরপর ফ্লপ যাচ্ছিল শাহরুখের সিনেমাগুলো। সালমান ও আমিরের সিনেমাও সেভাবে সাড়া ফেলেনি। অনেকেই বলেছিলেন, বলিউডে তিন খানের রাজত্ব আর থাকছে না। কিন্তু না; ৪ বছর পর ফিরে ‘পাঠান’ দিয়ে শাহরুখ জানালেন, তিনি ফুরিয়ে যাননি এখনও। শুধু তাই নয়; নিজের ক্যারিয়ারের সব সিনেমাকেই পেছনে ফেললেন প্রথম দিনের আয়ের রেকর্ডে। প্রথমদিন‘পাঠান’ যে ব্যবসা করেছে, শাহরুখের আর কোনো সিনেমা তা করতে পারেনি।
১০) শুরুর সেরা
ভারত ও ভারতের বাইরে মিলিয়ে ২ দিনেই ২২৫ কোটি রুপি আয় করেছে পাঠান। এর মধ্যে ভারত থেকে ১২৫ কোটি, ভারতের বাইরে থেকে ১০০ কোটি। ভারতের বাইরে মুক্তির পর এত বেশি আয় করতে পারেনি কোনো হিন্দি সিনেমা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..