1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হাথুরুসিংহেই টাইগারদের নতুন হেড কোচ!

  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের হেড কোচ হয়ে ফিরছেন, গুঞ্জন ডালপালা মেলছিল অনেক আগে থেকেই। তবে মাঝে আবার শোনা যায়, অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে আসবেন না লঙ্কান এই কোচ। ফলে তৈরি হয় অনিশ্চয়তা।
শেষমেশ নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়েছেন হাথুরু। এবার তাকে জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। দুই বছরের চুক্তি হয়েছে হাথুরুর সঙ্গে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই লঙ্কান কোচ।

দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্ব নিচ্ছেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
বাংলাদেশ দলের হেড কোচ পদে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করে হাথুরু বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে আবারও কোচিং করানোর সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের।’
‘আমি যখন সেখানে ছিলাম, বাংলাদেশের মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতির প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি সেই খেলোয়াড়দের সঙ্গে আবার কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য উম্মুখ হয়ে আছি।’
এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের প্রধান প্রশিক্ষক ছিলেন ৫৪ বছর বয়সী এই লঙ্কান। হাথুরুর কোচিংয়ে অবিশ্বাস্য সব অর্জন বাংলাদেশের ক্রিকেটে।
বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালে। সেই ওয়ানডে বিশ্বকাপে হাথুরুর কোচিংয়ে প্রথমবারের কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা।
এছাড়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রথমবার টেস্ট জেতাসহ পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানোর স্বপ্নও হাথুরুর হাত ধরেই পূরণ হয় বাংলাদেশের।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..