1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

এবার সুমি শবনমের ‘আইলসা লাগে’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : সময়ের তুমুল জনপ্রিয় ‘ভাল্লাাগে’ গানের পর ‘আইলসা লাগে’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুমি শবনম। এবারও গানটির মডেল হিসেবে থাকছেন নাট্যাভিনেতা নয়ন বাবু। এবার তার সঙ্গী মডেল-অভিনেত্রী শায়লা সাথী।
গানটিতে আরও অভিনয় করেছেন আনোয়ার, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয়, আশরাফুলসহ অনেকে।
গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে মেট্রোলাউঞ্জ রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু ও এবি ফ্যাশন গ্রুপের চেয়ারম্যান সানাউল হক বাবুল সিআইপি।
এ প্রসঙ্গে সুমি শবনম বলেন, ভাল্লাগে গানটি পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষি মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি, আগের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।

গানটির মডেল নয়ন বাবু বলেন, ‘আমি মিউজিক ভিডিও কম করি। গান পছন্দ হলেই করি। সুমি আপার এ গানটি আমার কাছে মনে হয়েছে বাংলা ভাষা মানুষের আরেকটি চমক। আশা করি, কেউ নিরাশ হবে না। আগের গানে কোঁকড়া চুলের লুকে দর্শক আমাকে বেশ পছন্দ করেছে। এবার ব্যতিক্রম আরেকটি লুকে হাজির হয়েছি। আমার বিশ্বাস এ লুকটিও সবার ভালো লাগবে। আমি একেক গানে একেকটি লুকে আসতে স্বাচ্ছন্দ্য করি।’
গানটির কোরিওগ্রাফার ও পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এ গানটি ভাল্লাগে গানের মতো সব দর্শক পছন্দ করবে। গানটি খুব যতœ নিয়ে ৩ দিনে শুটিং করেছি। আশা রাখি, ২০২৩ সালের অন্যতম একটি কাজ হবে এ গান।’

শায়লা সাথী বলেন, “এটি আমার ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও। গানটি ভালো লাগায় কাজটি করা। এ গানে নিজেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গানটি প্রকাশ্যে আসতে অনেকেই প্রশংসা করেছে। আশা করছি, সব শ্রেণির দর্শকের পছন্দ করার মতো একটি কাজ ‘আইলসা লাগে’।”
গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ, মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ।
আইলসা লাগে গানটিও দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..