1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে করোনায় আরও ১ জনের প্রাণহানি, হাসপাতালে ২০৮ জন

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৫৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যু। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৫ জন। যার মধ্যে ৬০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৪ জন। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৮৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৯২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৪৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনার যার মৃত্যু হয়েছে তিনি সুনামগঞ্জের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩১৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..