বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ১৪৪ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
জাতীয় দলে সুযোগ পাওয়ার পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি শান্ত। বারবার একাদশে জায়গা পেয়েও নিজেকে প্রমাণ করতে পারছিলেন না এই ব্যাটার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে কিছুটা ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন তিনি।
সেই ধারা বজায় রেখেছেন এবারের ইংল্যান্ড সিরিজে। ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টিতে তাদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ব্যাট করে ১৪৪ এভারেজ ও ১২৭.৪৩ স্ট্রাইক রেটে ১২টি চার ও ২টি ছক্কায় ১৪৪ রান করেন শান্ত।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ বলে ৫১ রানের মারমুখী ইনিংস খেলে ম্যাচসেরা হন শান্ত। এরপর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৪৬ রান করে দলের জয়ে অবদান রাখেন। প্রথম টি-টোয়েন্টি সিরিজেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পরাস্ত করে চমক দেখায় বাংলাদেশ। এরপর তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ৩৬ বলে ৪৭ রান করেন শান্ত।
উল্লেখ্য জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না শান্ত। ভুগছিলেন ফর্মহীনতায়। সময়ের সঙ্গে সঙ্গে ভক্তদের কটু কথা আর সমালোচনার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা শান্তকে বারবার ব্যর্থ হওয়ার পরও তিন ফরম্যাটেই সুযোগ দিচ্ছিলেন নিজেকে প্রকাশ করার। তারা আস্থা রাখছিলেন এ তরুণ প্রতিভার ওপর। তবে বারবারই ব্যর্থ হয়ে উইকেট থেকে ফিরছিলেন শান্ত। শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে টাইগারদের ভরসার অন্যতম নাম হয়ে উঠছেন শান্ত।