1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিশ্বকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে চীন ও রাশিয়া : পুতিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক বহুমুখী বিশ্বকে শক্তিশালী করতে অবদান রাখছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এ কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, সামগ্রিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্পর্ক নিঃসন্দেহে বিশ^ব্যবস্থার মৌলিক নীতি ও বহুমুখী ব্যবস্থাকে জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।

পুতিন বলেন, এ ছাড়া উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আলোচনার অনেক বিষয় রয়েছে।

রুশ নেতা বলেন, কাল আমরা আমাদের অংশীদারদের অংশগ্রহণে এসব বিষয়ে আলোচনার সুযোগ পাব। আজ আমি আনন্দিত আপনি অনানুষ্ঠানিক ও বন্ধুত্বপূণর্ পরিবেশে আমাদের আগ্রহের সব বিষয়ে শান্তভাবে কথা বলতে ও আসতে সময় বের করা সম্ভব বলে মনে করেছেন। চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পুতিন এসব কথা বলেন।

পুতিন ও শি তাদের মৌলিক বিষয় নিয়ে কথা বলতে উভয় দেশের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করবেন।

উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট বর্তমানে মস্কোয় তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..