1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন–সির আলোচনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আন্তজার্তিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল সোমবার সির মস্কো সফরের প্রথম দিনে দুই নেতার মধ্যে এ আলোচনা হয়। আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

পেসকভ বলেন, দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুজন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। আলোচনা হয়েছে বেইজিংয়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও। তবে এসব আলোচনা নিয়ে বিস্তারিত জানাননি পেসকভ। বলেছেন, মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকে পুতিন–সির বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।
সির মস্কো সফর দুই দিনের। প্রথম দিন ক্রেমলিনে দেখা করেন পুতিনের সঙ্গে। এ সময় পুতিন সিকে ‘প্রিয় বন্ধু’ বলে স্বাগত জানান। সিও রুশ প্রেসিডেন্টের প্রশংসায় মাতেন। বলেন, ‘আপনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য ধন্যবাদ। বিগত বছরগুলোয় রাশিয়ার সমৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

২০২৪ সালের নির্বাচনে রাশিয়ার জনগণ আবার পুতিনকে নির্বাচিত করবে বলে নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরে সি চিন পিং বলেন, ‘রাশিয়ার মানুষ আপনার ভালো উদ্যোগগুলোয় জোর সমর্থন দেবে, এ বিষয়ে আমি নিশ্চিত।’
চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর এটি। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে তৎপরতা বাড়িয়েছে বেইজিং।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..