শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
সামাদ আহমেদ আবির : শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদতের বোলিং তোপে রীতিমতো ধ্বংসস্তূপ হয়ে আইরিশরা করতে পারে কেবল ১০১। ওডিআইতে হাসান মাহমুদের প্রথম পাঁচ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে ১৩.১ ওভারেই বাংলাদেশের ১০ উইকেটের জয়।
প্রথমবারের মতো ১০ উইকেটের জয় দেখল বাংলাদেশ। লিটন দাসের ফিফটি ও তামিমের অপরাজিত ৪১ রানের সুবাদে ২২১ বল হাতে রেখেই নিশ্চিত করল জয়।
আয়ারল্যান্ডের দুই ব্যাটার ছাড়া কেউ পৌঁছাতে পারেননি দুই অংকের ঘরে। ২৮.১ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। হাসান মাহমুদ মাত্র ৩২ রান খরচায় দখলে নেন ফাইফার। এছাড়া তাসকিনের ঝুলিতে ৩ ও এবাদত শিকার করেন ২ উইকেট।