বুধবার, ৩১ মে ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, লিটন দাসের মতো ক্রিকেটার। তবে সবাইকে টপকে নীতিশ রানাকে নতুন ক্যাপ্টেন করেছে কেকেআর। কিন্তু কেন?
ক্যারিয়ারে দিল্লিকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে নীতিশের। ঘরোয়া ক্রিকেট খেলেন দীর্ঘদিন ধরে। তবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র তিনটি। অথচ তার হাতেই দলনায়কের আর্মব্যান্ড তুলে দিলো কেকেআর। নেপথ্যে রয়েছে পাঁচ কারণ।
১. কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি চেয়েছেন কোনো ভারতীয় ক্রিকেটার অধিনায়ক হোক। সে অনুসারে দেশীয় সব ক্রিকেটারের চেয়ে এগিয়ে নীতিশ। কারণ, তিনি ছাড়া প্রতি ম্যাচে অন্যদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
২. অতীতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে নীতিশের। অন্যদের চেয়ে যা তাকে এগিয়ে রেখেছে। সীমিত ওভারে ক্রিকেটের তার অধীনে ভালো পারফরমই করেছে দিল্লি।
৩. কেকেআরে সবার পছন্দের ক্রিকেটার নীতিশ। কোনো গ্রুপিং করেন না তিনি। যেকোনো সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায়। সবাইকে নিয়ে চলতে পারেন। দারুণ নেতৃত্বগুণ আছে। টি-টোয়েন্টিতে ভালো করতে হলে যা অপরিহার্য।
৪. সাকিব, লিটনকে ছাড়া নিয়ে সমস্যা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে আসন্ন আইপিএলে কেকেআরের প্রথম দুই ম্যাচে তাদের পাওয়া যাবে না। ফলে দুজনের কাউকে অধিনায়ক করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়নি টিম ম্যানেজমেন্ট।
৫. দলের প্রধান অলরাউন্ডার রাসেল। ব্যাটিং ও বোলিংয়ে তার ওপর অনেক দায়িত্ব থাকে। কাঁধে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে আরও চাপে ফেলতে চায়নি কেকেআর।