বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ঠিক ২৮ মার্চ, ২০০৩। তেলেগু সিনেমায় এলেন এক নতুন নায়ক। যদিও বাবা নামকরা চিত্র পরিচালক। শিশুশিল্পী হিসেবেই অভিষেক হয়েছিল চলচ্চিত্রে। তবু ওই দিনের অপেক্ষাটা এই নায়কের জন্য একটু অন্য রকম। কারণ, তারকা সন্তান হিসেবে নয়, নিজের ভক্ত তৈরি করে একদিন ‘পুষ্পারাজ’ হবেন গোটা ভারতে, সেই যাত্রাই শুরু হয়েছিল সেদিন। কে রাঘবেন্দ্র রাওয়ের হাত ধরেছিলেন এই নবীন নায়ক তার প্রথম যাত্রায়। ছবির নাম ‘গঙ্গোত্রী’। ২০০৩ থেকে ২০২৩ সাল। দুই দশক পেরিয়ে এই নায়কের রোমঞ্চকর সফরকে বলা যায় ‘গঙ্গোত্রী টু পুষ্পা’। নানা ইন্ডাস্ট্রির ভিড়ে আর তারকাদের ডামাডোলেও গোটা ভারতে নিজেকে তুলে ধরেছেন তার ভক্তদের কাছে ‘স্টাইল আইকন’ হিসেবে। দুই দশক পাড়ি দেয়া এই নায়কের নাম আল্লু অর্জুন।
এই দুই দশকে আল্লুর অর্জন কী? অর্জন এটাই যে, আল্লুকে পরিচয় পেতে তার পিতৃপরিচয়ের প্রয়োজন পড়ে না। প্যান ইন্ডিয়ান ‘নায়ক’ হিসেবে গোটা ভারতে আজ ‘পুষ্পা’র জয়। কিন্তু এই গোটা সফরে কী ছিল তার পুঁজি। ভয়ানক পরিশ্রম, অভিনয়ে নতুনত্ব, ভিন্ন ধারার স্টাইল, ডেডিকেশন আর এনার্জেটিক ড্যান্স ভঙ্গি দিয়ে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন আল্লু। তেলেগু ছবির নাচে একটা ভিন্ন স্টাইল তৈরি করেন, যা তেলেগু ছবিতে আলাদা বৈচিত্র্য নিয়ে আসে। আল্লু জনপ্রিয় হয়ে ওঠেন দিনকে দিন।
২১ বছরের আল্লুর প্রথম ছবিই হিট রুপালি পর্দায়। তেলেগু দর্শক এক নতুন নায়ককে পেলেন। ধীরে ধীরে আল্লু নিজের জায়গা করে নিলেন। ‘আরিয়া’, ‘পরুগু’, ‘জুলাইয়ি’, ‘রেস গুরাম’, ‘ভেডাম’, ‘এস/ও সত্যমূর্তি’, ‘ইডারামাইলাথো’, ‘পুষ্পা: দ্য রাইজ’ আল্লু যেমন অভিনয়ের সবটুকু ঢেলে দিয়েছেন তার দর্শকের জন্য, দর্শকও আল্লুকে ফিরিয়ে দিয়েছেন ‘স্টাইল আইকন’ তকমা। সবশেষ প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা’ যার চূড়ান্ত নমুনা।
শুধু ঝলমলে পর্দায় উপস্থাপনই তো নয়! ব্যক্তি আল্লুও এক দারুণ মানুষ। তারকার জীবন ছাপিয়ে যায়নি বাবা কিংবা স্বামী আল্লু অর্জুনকে। ২০১১ সালের মার্চে এক রৌদ্রোজ্জ্বল দিনে স্নেহা রেড্ডিকে ঘরে তুলে এনেছিলেন। ২০১৪ সালে আসে প্রথম সন্তান আয়ান আর দুই বছর পরে ২০১৬ সালে মেয়ে আরহা। ইনস্টাগ্রামে পাওয়া যায় তাদের পারিবারিক ছবি। সন্তান ও স্ত্রীর সঙ্গে খুনসুটি বলে দেয়, শুটিং সেট থেকে তারকার পোশাক খুলে রেখে একজন বাবা কিংবা স্বামী হয়েই ঘরে ফেরেন এই তারকা।
দুই দশকের এই বর্ণিল সফরে জীবনের প্রতি কতটুকু কৃতজ্ঞ এই তেলেগু তারকা? ইনস্টাগ্রাম ও টুইটারে সে কথা উঠে এসেছে গতকাল। ‘আজকের দিনে আমি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেছি। প্রচণ্ড পরিমাণে ভাগ্যবান এবং ভালোবাসায় সিক্ত আমি। ইন্ডাস্ট্রির সব প্রিয় মানুষের কাছে কৃতজ্ঞতা।’
এর পরই আল্লু জানান তার সবচেয়ে অন্তর্ভেদী কথাটি। ‘আপনাদের মতো দর্শক ভক্তদের কারণেই আমি আজকে আল্লু অর্জুন হয়ে উঠতে পেরেছি। আপনাদের সবার প্রতি অসীম কৃতজ্ঞতা।’