1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
জাতীয় :  সন্ধ্যায় তিন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

অভিযুক্ত হওয়ায় ট্রাম্পের ক্যাম্পেইন ফান্ডে ৪০ লাখ ডলার

  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড জুরি অভিযুক্ত করার খবরটি প্রকাশের পর গত ২৪ ঘন্টায় তার ক্যাম্পেইন ফান্ডে ৪০ লাখ ডলারের বেশি অর্থ জমা পড়েছে। এই অর্থের মধ্যে শতকরা ২৫ ভাগ এসেছে ফার্স্ট টাইম ডোনারদের কাছ থেকে। এতে পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছে যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই রিপাবলিকান দলীয় মনোনয়নে ফ্রন্ট রানার। অন্যদিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডা রাজ্যের গভর্নর ডি স্যানটিস ও জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করে ডেমোক্রেটদের সমালোচনা করেন।

সিলগালা সেই খামে কী আছে

নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড জুরি ফৌজদারি মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করার পর দুদিন পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো কি সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ কিছু জানতে পারেনি। কারণ এসব লিখিত অভিযোগ সিলগালা খামে আবদ্ধ। আর খামের ভিতরে রাখা অভিযোগপত্রে কি লেখা আছে তা জানতে যুক্তরাষ্ট্রে জনমনে সীমাহীন কৌতুহল দেখা দিয়েছে । এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা । বলা যায়, বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে।

সিলগালা খামে কি আছে সে সম্পর্কে ম্যানহাটনের ডিস্ট্রিক অ্যার্টনিও মুখ খুলছেন না। তবে বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন গণমাধম বলছে, ট্রাম্পের বিরুদ্ধে ৩০ ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র (পর্নো) অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে তাকে গোপনে অর্থপ্রদানের অভিযোগ। এছাড়াও একই কারণে আরেক পেলেবয় তারকা ক্যারেন ম্যাকডুগালকে অর্থ প্রদান। যিনি দাবি করেছেন, ট্রাম্পের সাথে তার যৌন সম্পর্ক ছিল। এ ছাড়াও সাবেক প্রেসিডেন্টটের বিরুদ্ধে ট্যাক্স জালিয়াতির অভিযোগও আনা হয়েছে।

মূলত ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ কি কি তা জানতে আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি ফ্লোরিডা থেকে সোমবার নিউইয়র্কে যাবেন। এর পরের দিন আদালতে হাজির হলে সেই সিলগালা খাম খোলা হবে। এদিকে কড়া প্রহরায় আদালতে নেয়ার পর আসামি হিসেবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ফটো তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেয়া ও হাত কড়া পরানো হবে কি না তা জানতেও জনমনে গভীর উৎসুক্য রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..