1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বার্সেলোনা ছাড়া ইউরোপের যেসব ক্লাবের দরজা খোলা মেসির জন্য

  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৭৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার পুনরায় বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। বার্সা তাকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চায়। মেসিও ঘরে ফিরতে আগ্রহী। তবে বার্সা আর্থিক সংকটে থাকায় ওই চুক্তির ভবিষ্যত নিয়ে বেশ অনিশ্চয়তা আছে।

মেসি যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করেন এবং আর্থিক সংকটের কারণে যদি বার্সা তার সঙ্গে পুনরায় চুক্তি করতে না পারে তাহলে কোথায় খেলবেন তিনি। সৌদি প্রো লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ইতোমধ্যে তাকে দলে ভেড়াতে প্রস্তাব করেছে।

কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক এই মুহূর্তে ইউরোপা ছাড়তে চান না। তিনি আলবিসেলেস্তেদের হয়ে ২০২৪ সালের কোপা আমেরিকা পর্যন্ত খেলতে চান। তাই ইউরোপেই থাকতে চান তিনি। সেক্ষেত্রে বার্সা ছাড়া ইউরোপের কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে মেসির? ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলডটকম তেমনই একটি তালিকা করেছে।

ম্যানচেস্টার সিটি
পিএসজিতে যোগ দেয়ার মৌসুমেই জোর গুঞ্জন ছিল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার। পেপ গার্দিওয়ালা তাকে দলে নিতে মুখিয়ে ছিলেন। গুরু যেহেতু আছেন শিষ্য মেসির আবারও ইতিহাদে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আর্থিক দিক বিবেচনা করলে ম্যানসিটির সেই সক্ষমতা আছে। আর্লিং হালান্ড থাকায় ম্যানসিটির কৌশল কেমন হবে সেটা একটা প্রশ্ন। যদিও চলতি মৌসুম শেষে বার্নার্দো সিলভা ও ইল্কাও গুন্দোয়ান ক্লাব ছেড়ে চলে যাবেন।

চেলসি
মেসির চেলসি যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। নতুন মালিকানায় গেছে লন্ডনের ক্লাবটি। ভালো ফল পাচ্ছে না। বাজারে সমানে অর্থ উড়াচ্ছে কিন্তু সফলতা নেই। ঘুরে দাঁড়াতে মেসিকেই টার্গেট করতে পারে তারা। যদিও চেলসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় মেসি ব্লুজ শিবিরে যাবেন কিনা প্রশ্ন থাকছে।

নিউক্যাসল ইউনাইটেড
প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা এবং চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের জায়গা মোটামুটি নিশ্চিত। আগামী গ্রীষ্মে নিউক্যাসল নিশ্চিতভাবেই বড় তারকার দিকে ঝুঁকবে। মেসি কিংবা নেইমার হতে পারেন সেই তারকা। সৌদি মালিকানায় যাওয়া ক্লাবটিরই কেবল তাদের কেনার ও বেতন মেটানোর আর্থিক সক্ষমতা আছে।

ম্যানচেস্টার ইউনাইটেড
লিওনেল মেসির ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়ার কোন গুঞ্জন নেই। রোনালদো বিল্ড আপে ভূমিকা রাখেন না বলে কোচ এরিক টেন হ্যাগ তাকে বিদায় করেছেন। মেসির তাই কোচের লিস্টে থাকার সম্ভাবনা কম। তবে গ্লাজার ফ্যামিলি থেকে কাতারি মালিকানায় গেলে মেসির ম্যানইউ-এর দরজাও খুলে যেতে পারে।

বায়ার্ন মিউনিখ
নতুন ম্যানেজার থমাস টুখেলের অধীনে বায়ার্ন কিছুটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে বাভারিয়ানরা বিধ্বস্ত হয়েছে। বুন্দেসলিগাতে রয়েছে দ্বিতীয় স্থানে। লেভানদোভস্কি বার্সেলোনায় চলে যাওয়ায় তারা বেশ বিপদেই পড়েছে। তাই মেসির মতো তারকাকে দলে নিয়ে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে পারেন টুখেল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..