1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

কুলাউড়ায় চাচার হাতে ভাতিজা খুন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০০ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় মাতলামির প্রতিবাদ করায় আপন চাচা চন্দ্র গোয়ালা (৫০) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন সুনীল গোয়ালা (৩১) নামের এক চা-শ্রমিক। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের নতুন বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত চা শ্রমিক সুনীল গোয়ালা চা-বাগানের বাসিন্দা কমল গোয়ালার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজীপুর চা বাগানের বাসিন্দা পরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা মদ খেয়ে মাতলামি করে বাগানের লোকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন চন্দ্র গোয়ালার ভাতিজা সুনীল গোয়ালা বিষয়টির প্রতিবাদ করলে চাচা চন্দ্র গোয়ালা তাঁর সাথে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে ভাতিজার প্রতি ক্ষিপ্ত হয়ে চন্দ্র গোয়ালা সুনীলকে তাঁর বাড়ির উঠোনে ছুরিকাঘাত করে খুন করেন। নিহত সুনীলের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটায় আসামী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে হত্যাকারী চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। আর নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..