রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক :: প্রতিটি সিনেমায় আলাদা ডিজাইনের পোশাক পরেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চরিত্র অনুযায়ী পোশাকগুলো নিজেই কেনেন এ তারকা। শুটিং শেষে পোশাকগুলো খুব বেশি ব্যবহার হয় না। তাই ফারিয়ার অব্যবহৃত পোশাকগুলো সুবিধাবঞ্চিতদের দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যতিক্রমী এ উদ্যোগটি নিয়েছে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’। ঈদুল আজহায় এ সংগঠনের মাধ্যমে রাজধানীর সুবিধাবঞ্চিতদের মাঝে পোশাকগুলো বিতরণ করা হবে। এরই মধ্যে ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করা হয়েছে। এমনটাই জানান সংগঠনটির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে পোশাকগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে। তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণরা আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন।
বিশেষ এ উদ্যোগটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গরীবদের জন্য এই প্রকল্পে এ ধরনের পোশাক সংগ্রহ করা হয়। দিতে পেরে সত্যিই আমার ভালো লাগছে।’