শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:আর দু’মাস, তারপরই টলিপাড়ার খ্যাতনামী পরিচালকের ঘর ছাড়বেন স্ত্রী! জল্পনা তুঙ্গে; এমন শিরোনামের শুক্রবার (২৬ মে) একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার।
যদিও সেই প্রতিবেদনে নাম উল্লেখ নেই সেই পরিচালক ও তার স্ত্রীর। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেয়া হয়েছে তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বুঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের।
শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’
২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।