1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

থানায় ফল ফুল সবজি বাগান করেছেন প্রকৃতিপ্রেমি ওসি রাশেদুল হক

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৮৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাট থানায় ফুল, ফল ও সবজি বাগান গড়ে তুলেছেন অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক। মাত্র ৪ মাসের ব্যবধানে তিনি থানার প্রায় ৫০ শতক পতিত জমিতে ফুল ফলের আবাদ শুরু করে দিলেন। এ কাজে তাকে সহযোগীতা করেন থানার সকল অফিসার ও ফোর্সরা। কিছুদিনের ব্যবধানেই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ রাশেদুল হক পতিত জমিটুকুর চেহারা পাল্টে দিলেন। এখন থানার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে নানান ধরনের ফুল, ফল ও সবজি চাষের সমারোহ। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে আর সবজি গাছে সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে থানার চারপাশের এলাকাটুকু। ওসি তার ব্যক্তি উদ্যোগে নিজের অর্থ ব্যয় করে এই ৫০ শতক জমিতে নানান জাতের দেশি বিদেশি ফল ও দেশী বিদেশি বিভিন্ন প্রকার ফুল ফলের গাছ লাগানো হয়েছে । বাগানে রয়েছে আম, লিচু, জলপাই, আঁশফল (কাঠ লিচু) , সফেদা, ডালিম ,লটকন , থাই জাম্বুরা , সাদা জাম, থাই আমলকী, বারোমাসি আমড়া , পলি পেয়ারা , পেয়ারা থাই সেভেন, মাল্টা, কমলা, লেবু (সিড লেস) পেঁপে (গ্রীনলেডি) সহ ২০ প্রজাতির দেড় শতাধিক দেশী বিদেশি ফলের গাছ । দেশী বিদেশি ফলের ছাড়াও লালশাক, ডাটাশাক, পুঁইশাক, পাট শাক, পেঁপেসহ রয়েছে হরেক রকমের সবজি । বিষমুক্ত এসব সবজী ও ফল বাজারের তুলনায় অনেক ভাল। থানার সামনে রয়েছে সৌন্দর্য বর্ধনের বিভিন্ন ফুল বাগান। গাছগুলো নিরাপদে বেড়ে ওঠার জন্য বাগানের চারপাশে দেওয়া হয়েছে বেড়া। ফরমালিন মুক্ত সবজির চাহিদা মেটাতে পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ ও সবজি চাষে পাল্টে গেছে থানা কম্পাউন্ডের দৃশ্যপট। থানা যেন সবুজের বিশাল সমারোহ। চিরচেনা এ সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষের নজর কেড়েছে। এই উদ্যোগ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তেমনি বিশুদ্ধ নির্মল বায়ু চারদিকে ছড়িয়ে এলাকায় একটি সুন্দর পরিবেশ সৃষ্টিতে ভ‚মিকা রাখছে। শুধু তাই নয় থানায় দায়িত্ব পাওয়ার পর থেকে শুরু হয় থানার ভিতর ও বাইরের শোভা বর্ধেনের কাজ। নিজ উদ্যেগে থানার অভ্যন্তরে সংস্কার করেছেন ব্যাডমিন্টন খেলার মাঠ। থানার চিরচেনা সেই পুরনো চেহারাটাও পাল্টে গেছে। থানা ভবনটাই রং করে শোভাবর্ধন করা হয়েছে। থানা ভবনের সামনে বসার জন্য নির্মিত গোলঘরকেও করা হয়েছে আরও সুসজ্জিত। পশ্চিম পাশে মসজিদটাও নতুন করে সংস্কার করা হয়েছে । এসব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়েছে ওসি রাশেদুল হক এর মাধ্যমে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে ওসি রাশেদুল হক ও অন্য পুলিশ সদস্যরা জমি পরিচর্যা করেন। এতে সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধি। সরেজমিনে ঘুরে দেখা গেছে, চারদিকে ইট পাথরে ঘেরা চত্বর এখন ফসলের মাঠ। সেখানে গাছে গাছে ঝুলছে আম,লিচু, কাঠাল , জাম্বুরা, ঢেঁড়স, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, কলমি শাক, , পেঁপে সহ নানা রকমের সবজির ও ফলের বাগান সহ আছে হরেক ফলের গাছ। সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন, চুনারুঘাট থানা পরিবেশ বান্ধব। এখানকার ফল বাগান দেখে আমি মুগ্ধ হয়েছি। এ থানার ফল বাগান দেখে অন্য থানাও এ ধরনের বাগান করতে উৎসাহিত হবে। পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন- ‘জমি পড়ে থাকতে দেখে সবজি, ফল ও ফুলের বাগান সৃজন করতে ওসিকে আহবান করি। আজ থানা প্রাঙ্গণে সৃজিত সবজি, ফল ও ফুলের বাগান দেখে মন ভরে যাচ্ছে। তিনি এমনভাবে প্রত্যেক থানা প্রাঙ্গণে বাগান গড়ে তোলার পরামর্শ দেন।উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, ওসি রাশেদুল হক শুধু প্রকৃতি প্রেমিকই নন তিনি ৪ মাসেই জনগণের প্রত্যাশা প‚রণে কাজ করে যাচ্ছেন । ইতোমধ্যে নিজের কর্মদক্ষতা ও বিভিন্ন ভালো কাজ করে রাশেদুল হক প্রশংসিত হয়েছেন সর্বমহলে। । আমি তার সফলতা কামনা করি।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, সরকারী কাজের পরও একজন মানুষ নিজের দায়িত্বের পাশাপাশি কতটুকু পরিশ্রমি হলে পারে নার্সারীর বাগান,ফুল ফল ও সবজী চাষে উদ্যোগী হতে পারেন তার সার্থক ও অনন্য উদাহরন ওসি রাশেদুল হক ।
উল্লেখ্য: প্রায় ১০ একর জায়গার মাঝখানে থানা ভবন। ভবনের দুইদিকে রয়েছে বিশাল দুটি পুকুর। নানা প্রজাতির মাছে ভরা পুকুর আর অপরপ্রান্তের পতিত জমি আবাদ করে ২০১৪ সালের শেষের দিকে সৃজন করা হয়েছে আম বাগান। তৎকালীন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর সৃজনশীল পরিকল্পনায় প্রথমদিকে এসব বাগান সৃজনে দায়িত্বশীল ভ‚মিকা পালন করেন এ থানার সাবেক ওসি অম‚ল্য কুমার চৌধুরী। বাগানের উন্নয়নে হাল ধরেন তৎকালীন ওসি ও বর্তামান মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী নিজে উপস্থিত থেকে শ্রমিকদিয়ে সার্বক্ষণিক পরিচর্যা করান। এতে করে রোপনকৃত গাছে ধরা পড়ে আম। তিন শতাধিক আম গাছ নিয়ে বাগান ছাড়াও থানা এরিয়ায় রয়েছে ৮০টি কাঁঠাল, ১৫টি লিচু, ৫টি আপেলকুল, ৫টি জলপাই, ৫৫টি নারিকেল, ৪টি দেশি বড়ই, ১টি তাল, , ৪টি কাঁঠালী চাপা, ৫০টি মেহগনি, ২০টি মেনজিয়াম, ১২টি কড়ই, ১টি অরকেরিয়া, ২টি চাম কাঁঠাল গাছ রয়েছে। গত ২৮ মার্চ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার) পিপিএম এ ফল বাগান উদ্বোধন করেন।

জানতে চাইলে ওসি রাশেদুর হক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জায়গাও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা ও উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে আমি থানায় যোগদানের পরপরই প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ সুপার স্যারের অনুপ্রেরণায় থানার পুলিশ সদস্যদের নিয়ে বাগানটি গড়ে তোলা হয়েছে।
তিনি আরো বলেন, থানায় যোগদানের পর দেখলাম থানার চার দিকে ঝোপ জঙ্গল। আর জঙ্গল পরিস্কার করে থানার আঙিনায় ফাঁকা জায়গায় সবজি উৎপাদনের চিন্তা মাথায় আসে। সে চিন্তা থেকেই সবজি চাষ শুরু করেছি। এবং সাফল্যও পেয়েছি। নিজের হাতে সুজন করা সবজি দিয়ে এ থানায় কর্মরত পুলিশ সদস্যদের ৫০ শতাংশ চাহিদা প‚রণ হচ্ছে এবং আগামী একমাসের মধ্যে থানার সবজির চাহিদা শতভাগ প‚রণ হবে বলে জানান তিনি।
থানার পুলিশ পরিদর্শন গোলাম মোস্তফা বলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক স্যার এখানে চলতি বছরের ফেব্রæয়ারী মাসে যোগদানের পর থানা এলাকার পশ্চিম দিকে ঝোপ জঙ্গল ছিল ওসি স্যারের আন্তরিকতায় ঝোপ জঙ্গল পরিস্কার করে সবজি চাষ ও মিশ্রয় ফলজ গাছের চারা রোপনে বদলে গেছে থানার দৃশ্যপট।
থানার পুলিশ কনস্টেবল রিপন মিয়া বলেন, থানা কম্পাউন্ডে সবজির বাম্পার ফলন হয়েছে ডিউটির ফাঁকে ফাঁকে অবসর সময়ে সবজি বাগান ও ফলজ বাগানে সকালে ও বিকেলে আমরা সকলে উৎসাহ নিয়েই কাজ করি। নারী কনস্টেবল তাপসী ও নাসরীন, সীমা আক্তার বলেন , সবজি বাগানের সামনে দাঁড়ালে মনে হয় নিজের বাড়িতেই আছি। ওসি স্যারের আন্তরিকতায় থানার আঙ্গিনায় সবজি চাষ ও মিশ্রয় ফলজ বাগান গড়ে উঠেছে। আমরা পুলিশ সদস্যরা নিজেদের হাতেই সবজি বাগান থেকে আম, লিচু, কাঠাল ও শাক সবজি তুলে খাওয়ার যে স্বাদ সেটা সবাই উপভোগ করি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..