রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে একটি যাত্রীবাহী বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ জুন) এক প্রতিবেদনে এসব জানিয়েছে আল-জাজিরা।
দেশটির জাতীয় দমকল সংস্থা জানায়, বাসে ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এমনসময় ভবনটি ধসে পড়ে। কী কারণে ওই বহুতল ভবন ধসে পড়েছে তা এখনও পরিষ্কার নয়। ধ্বংসস্তুপের নিচে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
ভবন ধসে পড়ার আগে সেখান থেকে সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল। দমকল কর্মকর্তা কিম সিওক সান টেলিভিশনে দেয়া এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ে।