রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দিরে সা¤প্রদায়িক হামলা দেবীমূর্তি ভাংচুর, পূজা লন্ডভন্ডের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এসময় মন্দিরে ও কমিটির সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর নানুয়া দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কোরআন শরীফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সা¤প্রদায়িক দাঙ্গা, হামলা, মূর্তি ভাংচুরসহ অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৩ আগষ্ট) জেলার জুড়ী উপজেলাধীন শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দিরে সা¤প্রদায়িক হামলা সংগঠিত হয়। অনুসন্ধান করে জানা যায় যে, উপজেলার প্রভাবশালী একটি চক্র মন্দিরের ভূমি আত্মসাত করতে চেয়েছিলো। কিন্তু মন্দির কমিটির সাধারন সম্পাদক শুভ দত্ত ও তার পিতার কারনে তারা বার বার ব্যর্থ হয়। এতে ভূমি আত্মসাতকারীরা ক্ষিপ্ত হয়ে চক্রান্ত করে পূর্ব রোষানলের জের ধরে মন্দিরের উপকমিটি রাধামাধব তরুন প্রজন্ম কমিটির সাধারণ সম্পাদক শুভ দত্তের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি খুলে ইসলাম ধর্ম বিরোধী পোস্ট দিয়ে শেয়ারের মাধ্যমে এলাকার জনগণকে উস্কে দেয়। এরই ধারাবাহিকতায় এলাকার কট্টরপন্থী ইসলামী মৌলবাদী গোষ্ঠী, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ আশেপাশের মাদ্রাসা ছাত্র এবং সাধারন ইসলামী জনসাধারণ কর্তৃক শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দিরে হামলা, দেবী ভাংচুর, পূজা লন্ডভন্ড করে। এ সময় কমিটির সাধারণ সম্পাদক শুভ দত্তের উপরেও হামলা হয় এবং তাকে হত্যার চেষ্টা করা হয়। সেখান থেকে তিনি কোন রকম পালিয়ে গেলে তাকে খুঁজে না পেয়ে তার বসত বাড়ি ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। দুস্কৃতিকারীদের হামলায় ২ জন নিহত ও মন্দিরের ১২ জন ভক্ত/ দর্শনার্থী, মন্দিরের সেবাইত, পূজার পুরোহিত সহ কমিটির ৫ জন এবং হামলাকারীদের মধ্যে আরও ৩ জনসহ প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। হামলায় আহতদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উক্ত ঘটনায় অত্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৌলবাদী সন্ত্রাসীসহ জামাত শিবিরের কর্মী ও মাদ্রাসা ছাত্র সহ এলাকার সাধারণ জনগন শুভ দত্তের বিরুদ্ধে আন্দোলন করছে এবং তাকে দেখা মাত্র হত্যার ঘোষণা দেয়া হয়েছে। বর্তমানে শুভ দত্ত সহ কমিটি আরও অনেকে পলাতক আছেন। এলাকাবাসীর সূত্রে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি বিমল মোদকের কাছ থেকে জানান, যে, জুড়ী উপজেলার এম, এ মোঈদ ফারুক ও মোঃ আহমদ আলীসহ তাদের সহযোগী জামাত শিবিরের নেতাদের উদ্দেশ্য ছিলো শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম মন্দিরের ভূমি আত্মসাত, মন্দির প্রতিষ্টা করতে না দেয়া, হিন্দুদের (বিধর্মীদের) পূজা অর্চনা বন্ধ ও হিন্দুদের নির্যাতন নিপীড়নসহ বিতাড়িত করা। কিন্তু হরিরামপুর গ্রামের শুভ দত্ত ও তার পিতা নৃপেশ দত্তের কারণে তারা এই মন্দিরের জমি আত্মসাত করতে পারছে না। যার কারণে তাদের পরিবার অনেক বার হামলা শিকার হয়েছে। তাদের হত্যা করার চেষ্টা করা হচ্ছে। শুধু তারাই নয়, আরও অনেকেই যারা উক্ত মন্দিরের সাথে জড়িত তাদের অনেকেই তারা বার বার নির্যাতনসহ তাদের ক্ষতি করার চেষ্টা করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জুড়ী উপজেলার সভাপতি অরুন চন্দ্র দাশ বলেন, বর্তমানে বাংলাদেশে একইভাবে সনাতনী হিন্দু লোকজনের ফেইক ফেসবুক আইডি খুলে ধর্ম বিরোধী পোস্ট দিয়ে হিন্দু জনসাধারনকে সা¤প্রদায়িক ভাবে নির্যাতন করা হচ্ছে এবং এই ঘটনাগুলো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও এটির বিরুদ্ধে সঠিক তদন্ত করে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানাই। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, শুভ দত্ত নামে একটি ফেসবুক আইটিতে ধর্ম বিরোধী পোস্ট এর জের ধরে মন্দিরে হামলা, দেবী ভাংচুরসহ শুভ দত্তকে হত্যারচেষ্টা করা ও তার পরিবারের উপর হামলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উক্ত বিষয়টি আমরা ভালোভাবে খতিয়ে দেখছি। এই মূহুর্তে অত্র বিষয় সম্পর্কে কোন কিছু বলা যাচ্ছে না।