7:22 pm, Monday, 17 November 2025

হত্যা চেষ্টা মামলায় কারাবরণ বড়লেখায় বিতর্কিত সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার :: বড়লেখায় জনৈক বদরুল ইসলামের হত্যা চেষ্টা মামলায় কারা বরণকারী গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সেই প্রধান শিক্ষক আপ্তাব আলীকে অবশেষে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ‘অফিস আদেশ’ জারি করেছে। এর কপি মঙ্গলবার বড়লেখা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পৌঁছেছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীর বিরুদ্ধে বড়লেখা থানার ২৪.০৪.২০২২ ইংরেজির মামলা নম্বর ১৫, জি.আর-৩০/২২(বড়), ধারা-৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) কোড এর আসামী হিসেবে গত ২৫ মে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত প্রধান শিক্ষক আপ্তাব আলীর জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। সরকারি চাকুরী বিধিমালা মোতাবেক জেল হাজতে প্রেরণের তারিখ থেকে তাকে চাকরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, সাময়িক বরখাস্তকালিন সময় অভিযুক্ত প্রধান শিক্ষক আপ্তাব আলী প্রচলিত বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন। তিনি স্কুলের কোনধরণের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। চাকুরী শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতিপুর্বে তার ইনক্রিমেন্ট কাটা পড়ে। সিনিয়রিটির ভিত্তিতে একজন সহকারি শিক্ষক ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

 

 

Tag :
About Author Information

Sirajul Islam

হত্যা চেষ্টা মামলায় কারাবরণ বড়লেখায় বিতর্কিত সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

Update Time : 01:42:24 pm, Wednesday, 29 June 2022

স্টাফ রিপোর্টার :: বড়লেখায় জনৈক বদরুল ইসলামের হত্যা চেষ্টা মামলায় কারা বরণকারী গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সেই প্রধান শিক্ষক আপ্তাব আলীকে অবশেষে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ‘অফিস আদেশ’ জারি করেছে। এর কপি মঙ্গলবার বড়লেখা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে পৌঁছেছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলীর বিরুদ্ধে বড়লেখা থানার ২৪.০৪.২০২২ ইংরেজির মামলা নম্বর ১৫, জি.আর-৩০/২২(বড়), ধারা-৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) কোড এর আসামী হিসেবে গত ২৫ মে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত প্রধান শিক্ষক আপ্তাব আলীর জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। সরকারি চাকুরী বিধিমালা মোতাবেক জেল হাজতে প্রেরণের তারিখ থেকে তাকে চাকরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, সাময়িক বরখাস্তকালিন সময় অভিযুক্ত প্রধান শিক্ষক আপ্তাব আলী প্রচলিত বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন। তিনি স্কুলের কোনধরণের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। চাকুরী শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতিপুর্বে তার ইনক্রিমেন্ট কাটা পড়ে। সিনিয়রিটির ভিত্তিতে একজন সহকারি শিক্ষক ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।