9:34 pm, Thursday, 13 November 2025

হিলিতে ইজিবাইক চাপায় শিশু নিহত

ডেস্ক রিপোর্ট::দিনাজপুরের হিলিতে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় প্রেম বাদ্যকর নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিরব বাদ্যকর নামের পাঁচবছরের অপর এক শিশু আহত হয়েছে।

স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হিলির সাদুড়িয়া থেকে কোকতাড়াগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রেম বাদ্যকর সাদুড়িয়া গ্রামের মানিক বাদ্যকরের ছেলে। আহত নিরব বাদ্যকর একই গ্রামের কৃষ্ণ বাদ্যকরের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, প্রেম ও নিরব নামের ওই দুই শিশু বাড়ির পার্শ্বের সড়কে খেলা করছিল। ওই সড়ক দিয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাওয়া সময় প্রেম নামের শিশুটি ইজিবাইকের নিচে চাপা পড়ে। বেশ কিছু দুর ছেঁচড়ে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এছাড়া নিরব নামের শিশুটির পায়ের উপর দিয়ে ইজিবাইকের চাকা যলে যাওয়ায় শিশুটির একটি পা ভেঙ্গে যায়।

 

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

হিলিতে ইজিবাইক চাপায় শিশু নিহত

Update Time : 01:01:12 pm, Thursday, 13 April 2023

ডেস্ক রিপোর্ট::দিনাজপুরের হিলিতে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় প্রেম বাদ্যকর নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিরব বাদ্যকর নামের পাঁচবছরের অপর এক শিশু আহত হয়েছে।

স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হিলির সাদুড়িয়া থেকে কোকতাড়াগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রেম বাদ্যকর সাদুড়িয়া গ্রামের মানিক বাদ্যকরের ছেলে। আহত নিরব বাদ্যকর একই গ্রামের কৃষ্ণ বাদ্যকরের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া জানান, প্রেম ও নিরব নামের ওই দুই শিশু বাড়ির পার্শ্বের সড়কে খেলা করছিল। ওই সড়ক দিয়ে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাওয়া সময় প্রেম নামের শিশুটি ইজিবাইকের নিচে চাপা পড়ে। বেশ কিছু দুর ছেঁচড়ে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এছাড়া নিরব নামের শিশুটির পায়ের উপর দিয়ে ইজিবাইকের চাকা যলে যাওয়ায় শিশুটির একটি পা ভেঙ্গে যায়।