বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: চলছে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এই টুর্নামেন্টের জনপ্রিয়তা নেহাত কম নয়। এ খেলাকে ঘিরে রাস্তাঘাট থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় শোরগোল থাকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আর্জেন্টিনা ভক্ত এক রিকশাওয়ালার ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছে এই রিকশাওয়ালার ছবি। জানা গেছে, আর্জেন্টিনা ভক্ত ওই রিকশাচালকের নাম আবু তাহের। তিনি আর্জেন্টিনার কঠিন ভক্ত বলে নিজের রিকশাটাও সাজিয়েছেন আর্জেন্টিনার আকাশি-সাদা রঙের পতাকায়।
রিকশার পেছনে একেছেন ম্যারাডোনা ও মেসির ছবি। আর হুডের চারপাশ মুড়ে দিয়েছেন আর্জেন্টিনার পতাকা দিয়ে।
সেটাতেও আবার মেসির ছবি লাগিয়েছেন তিনি। আর মেসির ছবির পাশে নিজের ছবিটাও রেখেছেন তাহের। তবে সারা রিকশাজুড়ে আর্জেন্টিনার পতাকার সঙ্গে তিনি বাংলাদেশের লাল-সবুজ পতাকাটাও রেখেছেন। নিজের শরীরেও পরেছেন আর্জেন্টিনার জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এই ছবি এখন ভাইরাল। তবে ছবিটি সাম্প্রতিক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গত বিশ্বকাপেও নজর কেড়েছিল আবু তাহেরের এমন রিকশা।
এদিকে, কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।