রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব শরদিন্দু রায় চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফেরদৌস আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঁঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকি, সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সোহেল,কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপনসহ পৌরসভার বিভিন্ন স্থরের অফিসারবৃন্দ।