শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকাকে ‘সত্যকে সত্য’ ও ‘মিথ্যাকে মিথ্যা’ বলতে হবে। কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। অনিয়ম ও দুর্নীতিগ্রস্থরা যতই শক্তিশালী ব্যক্তিই হোক না কেন? সত্য প্রকাশ থেকে বিরত থাকা যাবে না। রোববার মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে সকালে মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ এসব কথা বলেন। রূপালী বাংলাদেশ প্রত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহবায়ক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক
বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, প্রেসক্লাবের সদস্য এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, ইমজার সভাপতি, প্রেসক্লাবের সদস্য, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল,
প্রেসক্লাবের সদস্য সচিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও নিউজ ২৪ এর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য ইউসুফ আলী, ডা: পরিতোষ দাশগুপ্ত, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও সাদ আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ এর সম্পাদক মো.মাহবুবুর রহমান রাহেল, বৈশাখী টিভি প্রতিনিধি ইমন দেব চৌধুরী, যায়যায় দিন ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, আব্দুল কাইয়ুম, দৈনিক জনতা প্রতিনিধি হাসান আহমদ, নতুন দিন প্রতিনিধি জুবায়ের আহমদ, বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন, জাফর ইকবাল, ক্যামেরাপা শাহরিয়ার সাকিব , টিটু আহমদ, । ৩৬ জুলাইয়ে সকল শহিদদের স্মরনে নীরবতা পালন ও আহতের দ্রুত চিকিৎসার জন্য তাগিদ দিয়ে বক্তরা বলেন, সকল বাধাঁকে উপেক্ষা করে সঠিক সংবাদ প্রকাশ করতে পারলে, বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভ‚মিকা পালন করতে পারবে রুপালী বাংলাদেশ। পত্রিকাটি দেশ ও দেশের মানুষের কথা বলুক এই প্রত্যাশা আমাদের।