শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভার হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে ট্রেড লাইসেন্সে নতুন করে সাইনবোর্ড ট্যাক্স আরোপ নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনের লক্ষে পৌর প্রশাসকের বুধবার বিকেলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের আহŸানে ব্যবসায়ি সমিতির আহŸায়ক আব্দুল হান্নানের নেতৃত্বে ব্যবসায়িরা এই বৈঠকে অংশ নেন। নতুন করারোপে দীর্ঘদিন ধরে পৌর প্রশাসকের সাথে ব্যবসায়িদের দ্ব›দ্ব চলছিল।
বৈঠকে ট্রেড লাইসেন্সের সাথে সাইনবোর্ড ট্যাক্স আদায় না করার দাবিতে ব্যবসায়িরা অনড় থাকেন। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ট্রেড লাইসেন্স ফি ও পৌরকর পরিশোধসহ সকল কার্যক্রমে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করে চলতি বছরের সাইনবোর্ড ফি মওকুফের জোর দাবি জানান। বৈঠকে ব্যবসায়িরা করোনা মহামারির পরে কয়েক দফা বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় তোলে ধরেন। রুদ্ধদ্বার বৈঠকে পৌর প্রশাসক নতুন আরোপিত সাইনবোর্ড ট্যাক্স স্থগিতের আশ্বাস দেন।
বৈঠকে পৌর সহকারি প্রকৌশলী (সিভিল) আনোয়ার সাদাত হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেবনাথ, সহকারী কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সদস্য ও সিনিয়র সাংবাদিক এমএম আতিকুর রহমান, আব্দুল লতিফ, শামীম আহমদ, আব্দুল মানিক, প্রভাষক তারেক আহমদ, আব্দুল হক, শামীম আহমদ, ফরাস উদ্দিন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।