শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী ও শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সুন্দর ও সফলতা কামনা করেছেন সাবেক সংসদ সদস্য ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি নওয়াব আলী আব্বাছ খান।
৫ নভেম্বর দুপুরে লংলা আধুনিক ডিগ্রি কলেজের এডহক কমিটির আলোচনা সভা শেষে তিনি আগামী সম্ভাব্য ৭ ডিসেম্বর এর কলেজের এই রজতজয়ন্তী অনুষ্ঠানে সফলতা কামনা করেন এবং কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করেন ও শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। ইনশাআল্লাহ আমাদের সকলের সাহায্য সহযোগিতায় এই অনুষ্টানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ,লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজমুল হুসেন,মাজহারুল ইসলাম,হেলাল খান,নাজমা বানু,শাহানাজ বাহার,রজতজয়ন্তী অনুষ্ঠানের উদযাপন পরিষদের সম্পাদক প্রবাষক গোলাপ মিয়া,প্রচার ও জনসংযোগ উপ কমিটির সদস্য সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু সহ কলেজের সকল শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।