1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গোলের ফিফটি ছুঁয়ে নতুন রেকর্ড কেইনের

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :জার্মানিতে পাড়ি জমানোর পর গোল করাকে সাধারণ ব্যাপার বানিয়ে ফেলেছেন হ্যারি কেইন। এবার বুন্দেসলিগায় হ্যাটট্রিক করে গোলের ফিফটি ছুঁয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।
গতকাল রাতে অসবুর্গকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের তিনটি গোলই করেছেন কেইন একাই। বুন্দেসলিগায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে ৩টি গোলই দরকার ছিল তার।
গোলশূন্য প্রথমার্ধ শেষে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কেইন। দ্বিতীয় গোলটিও আসে পেনাল্টি থেকেই। এরপর নির্ধারিত সময়ের বাঁশি বাজার ঠিক আগে তৃতীয় গোলটি হেডে করেন কেইন। আর এতেই সবচেয়ে কম ম্যাচ খেলে বুন্দেসলিগায় ৫০ গোলের মালিক হলেন তিনি। আর এই মৌসুমে ১১ ম্যাচে করেছেন ১৪ গোল।
বুন্দেসলিগায় ৫০তম গোলের দেখা পেতে মাত্র ৪৩ ম্যাচ খেলেছেন কেইন। আর তাতে এই ইংলিশ ফুটবল তারকা পেছনে ফেলেছেন আর্লিং হলান্ডের রেকর্ড। বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ৫০ গোল করতে ঠিক ৫০ ম্যাচ খেলেছিলেন হলান্ড। জার্মানির ফুটবল ছেড়ে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে খেলছেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। আর কেইন প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম ছেড়ে খেলছেন জার্মান লিগে।
এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিপজিগের সঙ্গে পয়েন্টের ব্যবধান আটে নিয়ে গেল শীর্ষে থাকা বায়ার্ন। এখন পর্যন্ত তারা লিগে ১১ ম্যাচ খেলে অপরাজিত রয়েছে। এর মধ্যে ৯টিতে জয় এবং ২টি টিতে ড্র করেছে তারা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..