শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা কৃষকদলের উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে পৌর এলাকার শ্যামলী (আউট সিগন্যাল) এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. তাজু মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আয়োজক কৃষকদলের নেতারা জানান, তারা পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌর এলাকার ৯টি ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার শীতবস্ত্র বিতরণ করবেন।