1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এবাদত হোসেনের ফুল লেংথের বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছিল। মেহেদী হাসান মিরাজ জায়গা ছেড়ে খেলতে চেয়েছিলেন।
কিন্তু বল তার পায়ে আঘাত করে স্টাম্প ভেঙে দেয়। সেই চোটে পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
মিরপুর শেরে বাংলায় আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিলেন ওপেনার মিরাজ ও মোহাম্মদ নাঈম শেখ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিরাজের বিদায়ে ভাঙ্গে ৪৭ রানের জুটি।
১৯ বলে ২৯ রান করা মিরাজ চোট পেয়ে আর উঠে দাঁড়াতে পারেননি। পায়ে ব্যথা নিয়ে ক্রিজেই বসে পড়েন। সঙ্গে সঙ্গে বোলার এবাদত, বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও অন্যান্যরা এগিয়ে আসে। মাঠে ফিজিওকে ডাকা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। এদিকে মিরাজকে আউট করে এবাদত পেয়েছেন বিশেষ উইকেটের দেখা। ২০২৩ সালে এসিএল ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর গত এনসিএল দিয়ে মাঠে ফিরেছিলেন এই ডানহাতি পেসার। তবে বিপিএলে আজকেই প্রথমবার মাঠে নেমেছেন এবং পেয়েছেন উইকেটের দেখাও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে খুলনা। ২৭ বলে ৫১ রান আউট হয়েছেন নাঈম শেখ। ক্রিজে আছেন অ্যালেক্স রস এবং আফিফ হোসেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..