1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আশুলিয়ায় নারী শ্রমিককে হত্যা : লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : শিল্পাঞ্চল আশুলিয়ায় সুবর্ণা আক্তার (৩৫) নামের এক নারী শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো দুই নারী শ্রমিক আহত হয়েছেন। ঘটনায় বিক্ষুব্দ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে আশুলিয়ার তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এর আগে, ভোর রাত ৩ টার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় ৩ নারী শ্রমিককে তুলে নিয়ে যায় দূর্বৃত্তরা।
নিহত নারী শ্রমিক সুবর্ণা আক্তারের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ বলে জানা গেছে। তিনি বাড়ইপাড়া এলাকায় স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় ফিনিশিং কিউসি পদে চাকুরী করতেন। আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা একই কারখানার শ্রমিক।
বিক্ষুব্দ শ্রমিকরা অভিযোগ করে জানান, নাইট শিপটে ডিউটি করে রাত তিনটায় ৫ জন নারী শ্রমিককে ছুটি দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা থেকে বের হয়ে মহাসাড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে জোরপূর্বক ওই পাঁচ শ্রমিককে তুলে নেয় দূর্বৃত্তরা। সকালে একজনের মরদেহ বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশেই সুবর্ণার নিথর দেহ পরে থাকতে দেখে শ্রমিকরা তাকে উদ্ধার করে লাশ নিয়ে কারখানার সামনে আসে এবং আহত দুই নারী শ্রমিককে টাংগাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। পরে লাশ নিয়ে কারখানার সামনের মহাসড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা লাশ নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে এবং বিক্ষোভ করতে থাকে।
শ্রমিকরা অভিযোগ করে বারো বলেন, কোন শ্রমিকের কখন ছুটি হবে তা জানতে পারা যায়না। কখনো রাত দুইটায় আবার কখনো তিনটায় ছুটি দেয়া হয়। কখনো দুইজন শ্রমিককে আবার কখনো পাঁচ জন শ্রমিককে ছুটি দেয়া হয়। এগুলা কারখানার বেশ কয়েকজন কর্মকর্তার গাফিলতির কারণে হচ্ছে। তাদের চাকুরীচ্যুত করার দাবী জানান শ্রমিকরা।
এদিকে, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে মহাসড়িয়ে দেয়। পরে দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, শ্রমিকরা লাশ নিয়ে ভেতরে প্রবেশবকরে বিক্ষোভ করতে থাকার এক পর্যায়ে কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা বলতে দেখা যায়।
এব্যাপারে তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আবুল কালাম আজাদ এর মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান এর মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: মোমিনুল ইসলাম ভুইয়া জানান, তালজিলা কারখানার নারী শ্রমিক সুবর্ণার ডেটবডি পাওয়া গেছে ফ্যাক্টুরীর পাশে। ধারণা করা হচ্ছে রোড এক্সিডেন্ট হয়েছে, পা ভাংগা পাওয়া গেছে। তবে বাস্তব কথা ডেট বডি দেখতে দিচ্ছেনা শ্রমিকরা। এঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে আসলে রাস্তা ছেড়ে দেয় শ্রমিকরা। শ্রমিকরা এখনো কারখানার ভেতরে অবস্থান করছে বলেও জানান তিনি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..