1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে ১৩ হাজার ২০৯ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে কুলাউড়া পৌরসভায় হতদরিদ্র কয়েকজন উপকারভোগীর হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে পৌর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৮৫.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ১৩ ইউনিয়নের সবক’টি ওয়ার্ডে ৮ হাজার ৫৮৮ হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, কুলাউড়া উপজেলা ও পৌরসভার হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল ফিতর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এসব চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য ট্যাগ অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি নিজেও চাল বিতরণ তদারকি করছেন বলে জানান।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..