সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে কিরাত ও গজল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার ছিকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ৫ টি দারুল কিরাত প্রতিষ্ঠান জ্যাকান্দি শাহ ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা শাখা কমলাকলস বখশ বাড়ী শাখা দশকাহনিয়া জামে মসজিদ শাখা দক্ষিণ কমলাকলস জামে মসজিদ শাখা জ্যাকান্দি বাজার জামে মসজিদ শাখা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । অনুষ্ঠানে ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা নজমুল খানের পরিচালনায় মুহিত মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন , ইউ পি সদস্য গৌছ উদদীন, হান্নান খান, মরতুজা মিয়া, জমসেদ, আয়াজ মিয়া ,আজমুল খান ,হামিদ মিয়া ,ইমরান খান, সেলিম খান রুমান ইউনুস,ইব্রাহিম, নাহিদ, তানিম,প্রমুখ।