সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল রোববার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
যুবকল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মো. এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হিলাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবকল্যাণ পরিষদের কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না, আহমদ হোসাইন মোল্লা, হাফিজ সাজ্জাদ হোসাইন।
এসময় যুবকল্যাণ পরিষদের পৌর শাখার সভাপতি ছায়েদ আহমদ ছাদ, সদর ইউনিয়নের সভাপতি বেলাল আহমদ, তালিমপুর ইউনিয়ন সভাপতি রাহেল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, দাসেরবাজার ইউনিয়নের সভাপতি সাব্বির আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি কবির হোসেন টিপু, সহ-সভাপতি তোফায়েল আহমদ লায়েক, সেক্রেটারি সিপার আহমদ, উমেদ আলী, মিজানুর রহমান সাজু, আব্দুল্লাহ আল মামুন, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।