বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : বলিউড নায়িকা হিনা খান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তার ক্যামোথেরাপি চলছে। তবুও তার মনে রয়েছে অসীম শক্তি ও সাহস। তার মানসিক শক্তি মোটেই কমেনি। তাই এ অসুস্থ শরীরেও পবিত্র মক্কা শরীফে গিয়েছেন হিনা। রমজান মাসে ওমরাহ করার ছবিও শেয়ার করলেন তিনি। এ ছবি দেখে অনুরাগীরা তার মনের জোরের প্রশংসা করছেন।
ওমরাহ করার সময়ের কমপক্ষে ২০টি ছবি হিনা খান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লা, ওমরাহ ২০২৫। আল্লাহ ধন্যবাদ, আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও।
হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরাহর জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’
শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তার। একাধিকবার ক্যানসার আক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।