বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন।
বাফুফের সামনে আন্দোলন শুরু হয়েছে গতকাল থেকে।
পরিস্থিতি এমনই যে, এই ইস্যুতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে বুধবার (১৯ মার্চ) আলোচনায় ডেকেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।
সৌদি আরবে ৮ দিন কন্ডিশনিং ক্যাম্পে থাকলেও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল ইসলাম। পুরো স্কোয়াড মঙ্গলবার সকালে দেশে ফিরলেও ফাহমিদুল ফিরেছেন ইতালিতে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশের প্রাথমিক দল থেকে তার বাদ পড়ার ঘটনায় ফুঁসে উঠেছেন দেশের ফুটবল সমর্থকেরা। বিস্তর অভিযোগ এনেছেন তারা টিম ম্যানেজমেন্টের বিপক্ষে। এই বিষয়ে বিশদ আলোচনা করতে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
ফাহমিদুলের বাদ পড়ার ঘটনায় মঙ্গলবার বিকেল থেকে পদযাত্রা করেছেন শতাধিক ভক্ত, ভিন্ন তিনটি জায়গায় পালন করেছেন অবস্থান কর্মসূচি। ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সমর্থকগোষ্ঠীর ডাকে রাজপথে নেমে আসেন তারা। গতকাল বিকেলে প্রথম গণজমায়েত হয় মতিঝিলের বাফুফে ভবনের সামনে। এই অবস্থান কর্মসূচির মধ্যেই তারা ইফতার সেরেছেন বাফুফে ভবনের গেটের সামনে। তখন তারা ‘সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও’, ‘জনে জনে খবর দে, সিন্ডিকেটের কবর দে’-স্লোগান দিতে থাকেন। ‘সিন্ডিকেট মুক্ত করো’, ‘ব্রিং ব্যাক ফাহমিদুল’, লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে তাদের হাতে।
আজ নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। সকাল ১১টা থেকে শাহবাগে জমায়েত করার পরিকল্পনা তাদের। আজ দুপুর ১টায় বাংলাদেশ দল নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ কাবরেরা। সেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচকে ফাহমিদুলকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ব্যাখা করতে বলা হয়েছে আন্দোলনরতদের পক্ষ থেকে।
আন্দোলনরত সমর্থকদের দাবি, কোচ যদি সিন্ডিকেট দ্বারা প্রভাবিত হন তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করতে হবে। এছাড়া ফাহামিদুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল সমর্থকরা। এজন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই অসদাচরণের জন্য দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সংবাদ সম্মেলনে এমনটা না হলে টিম বাস ঘেরাও করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।