বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : মাত্র ১৭ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার অন্যতম সেনসেশনে পরিণত হয়েছেন লামিনে ইয়ামাল। যাদের হয়ে তিনি সপ্তাহখানেক আগে রোজা রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছিলেন। তার সেই রাতটাও কেটেছিল দারুণ, বেনফিকার বিপক্ষে ইয়ামাল করেছিলেন ১টি করে গোল ও অ্যাসিস্ট। ম্যাচের মাঝেই স্বল্প সময়ের বিরতিতে সেরেছিলেন ইফতার। এবার প্রথম কোনো ‘রোজাদার’ খেলোয়াড় হিসেবে তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলতে নামবেন।
আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা উইঙ্গার ইয়ামাল।
সংবাদমাধ্যম ট্রিবিউনা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেন ফুটবলের ইতিহাসে এমন নজির ঘটবে প্রথমবার। এর আগে গত বছরও জাতীয় দলের হয়ে রমজানে খেলেছিলেন ইয়ামাল। তবে সেবার রোজা রাখেননি তিনি।
২০২৪ সালেও অবশ্য রমজানের সময় আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল ইয়ামালের। সেই সময় ১৬ বছর বয়সী এই তারকা উইঙ্গার রোজা রেখে খেলেননি। আবার লামিনের আগেও অবশ্য স্প্যানিশ দলের হয়ে খেলোয়াড়দের রোজা রেখে ম্যাচ খেলার নজির ছিল। তবে এবারই প্রথম জাতীয় দলের কেউ ধর্মীয় এই বিধি মেনেই মাঠে নামতে যাচ্ছে।
স্পেন জাতীয় দলের হয়ে এর আগেও অনেক মুসলিম ফুটবলার খেলেছিলেন। তাদের অনেকেই রোজা রাখতেন। তবে মুসলিমদের জন্য পবিত্র মাসের কথা বিবেচনায় রেখে আগে রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না বলে দাবি ট্রিবিউনা’র।