1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ব্যাটে-বলে অদ্ভুত রেকর্ড সাকিবের!

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: ক্রিকেটেও মাঝেমধ্যে অদ্ভূতুড়ে ঘটনা ঘটে। বিষয়টি কাকতালীয়। তবে ২২ গজের মাঠে এমনটি কদাচিত দেখা যায়।

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এমন ভূতুড়ে কাণ্ড করে দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যা শুনলে চোখ কপালে উঠবে যে কারো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ ৮৮ রান। আর উইকেটে পেয়েছেন তিনটি।

আর সাকিবের এই সাদামাটা পারফরম্যান্সই নজর কেড়ে নিল সবার। রীতিমতো চোখ কপালে।

বিশ্বসেরা অলরাউন্ডার তিন ম্যাচে ৩ উইকেট নিয়েছেন- এতে চোখ কপালে! বিষয়টি আসলে সাকিবের পারফরম্যান্স নিয়ে নয়। ভূতুড়ে এক ঘটনার ঘটনার জন্ম দিয়েছেন তিনি।

তাহলো সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে সাকিবের পারফরম্যান্সে অবিশ্বাস্য মিল!

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে তিনে নেমে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব। বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিব ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেন ২৬ রান।

আর সিরিজ জয়ের তৃতীয় টি-টোয়েন্টিতে সাকিব করলেন ২৬ রান। এ ম্যাচেও ১ উইকেট নিলেন।

তাহলে মিলটা কোথায়?

ক্রিকেটের রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একই রকম স্কোর গড়েছেন সাকিব!
সেটা হলো ১৭ বলে ২৬ রান ও বোলিং ফিগার ৪-০-২২-১।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনে নেমে সাকিব ১৭ বলে করলেন ২৬ রান, তৃতীয় টি-টোয়েন্টিতেও একই। দুই বেলায়ই স্ট্রাইক রেট সমান ১৫২.৯৪। সেটাই স্বাভাবিক।
মজার বিষয়ে হতো দুই দিনের দুই ইনিংসে বাউন্ডারি সংখ্যাও সমান তার। দুই ইনিংসেই ৪টি করে চার মেরেছেন, ছক্কা হাঁকাননি কোনো। আর দুই ম্যাচেই সাকিব আউট হয়েছেন ইনিংসের নবম ওভারে!

এ তো গেল ব্যাট হাতে পারফরম্যান্সের মিলের কথা। এবার বল হাতে একই কাণ্ড করেছেন সাকিব!

দুই ম্যাচেই চার ওভার বল করে ৫.৫০ ইকোনমি রেটে সমান ২২টি করে রান দিয়েছেন সাকিব।

এবার আরেকটি অবিশ্বাস্য দিকটি বলা যাক।

দুই ম্যাচে সাকিবের উইকেট নেওয়ার সময়ে মিল রয়েছে। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের সাকিব তার চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে মোজেস হেনরিকেসকে বোল্ড করেন। পরের ম্যাচেও বেন ম্যাকডারমটকে ঠিক একইভাবে বোল্ড করেছেন সাকিব। এবারের বলটাও ছিল সাকিবের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে!

ইতিহাসে এমন ভূতুড়ে মিল কেউ দেখেছেন কি? সবার একই কথা, এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা বিরল ঘটনা। সাকিবের এমন ঘটনায় বিস্মিত ক্রিকেট বিশ্ব!

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..