1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

খাদ্য সঙ্কটে উত্তর কোরিয়া! অস্ত্র ভুলে বৈঠকে খাদ্য উৎপাদনে জোর কিমের

  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৪৩৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : উত্তর কোরিয়ায়ার নেতা কিম জং উন মানেই পুরমাণু অস্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখা। সেই কিম-ই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাফ জানালেন ২০২১ সাল খুব খারাপ গিয়েছে। ২০২২ সালে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দেশকে।

শুক্রবার বসেছিল দলের সেন্ট্রাল কমিটির বৈঠক। সেখানেই অস্ত্রের পেছনে দৌড়নোর পরিবর্ত খাদ্য উত্পাদনের উপরে জোর দিলেন কিম। গত দেড় বছরে অতিমারীর কারণে দেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন কিম। তাদের দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। এদিন দলের বৈঠকে আগামী বছরে চ্যালেঞ্জকে ‘বাঁচা মরার লড়াই’ বলে বর্ণনা করেছেন। কিম বলেছেন, দেশের খাদ্য, বস্ত্র ও আবাসন সঙ্কটের সন্ধানে আমাদের যুদ্ধকালীন তত্পরতায় কাজ করতে হবে। এমনটাই জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।

করোনা পরিস্থিতিতে দেশে একাধিক বিধিনিষেধ ও সীমান্ত সিল করে দেওয়ার জন্য ২০২০ সালে গত ২ দশকের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কুচিত হয়ে যায়। দেশে খাদ্য সংকট দেখা যায়। অক্টোবর মাসে রাষ্ট্রসংঘ হিউম্যান রাইটস বিশেষজ্ঞরা জানান উত্তর কোরিয়ায় রীতিমতো অনাহারের পরিস্থিতি।

গত বছর কিম জানিয়েছিলেন দেশের কাছে এখন একটাই চ্যালেঞ্জ তা হল করোনা ঠেকানো। এদিকে, করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি অস্ত্র কেনা ও তার পেছনে টাকা ঢালা থামাননি কিম জং। এতেই সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..