1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বন্ধ থাকা ৬টির মধ্যে ৫ কূপ চালু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫০০ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বেশি গ্যাস উৎপাদনকারী বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা ছয়টি কূপের মধ্যে মেরামত শেষে পাঁচটি কূপ চালু হয়েছে। শিগগির ষষ্ঠ কূপ চালু হবে বলে আশা করছে শেভরন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান একথা জানান। তিনি বলেন, পঞ্চম কূপটি চালু করা হয়েছে। ইতিমধ্যে পাঁচটি কূপ চালু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলেও জানান তিনি।
এর আগে গত রবিবার (৩ এপ্রিল) সকালের দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। ওইদিন সকালে হঠাৎ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তাৎক্ষণিক ছয়টি কূপ বন্ধ করে দেওয়া হয়। এরপর কোন কূপ থেকে উঠছে, তা শনাক্তের পর সেটি ছাড়া অন্যগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়। ফলে বড় ধরনের বিপর্যয় বা সময়ক্ষেপন হয়নি।

জানা গেছে, বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রবিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার মোট গ্যাস সরবরাহ করা হয় ২৭৯ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..