বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
ডেস্ক ডিপোর্ট :: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুই দিন পর নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১০ এপ্রিল) সকালে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন-সংলগ্ন কালাবদর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ রবিবার সকালে বাকি নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।