শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: বাংলাদেশের বৃহত্তর শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় ভবনের মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে ও সজল কৈরী সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহ সভাপতি পংকজ কন্দ, সহ সভাপতি জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সহ সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজারা
লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গড়, জুড়ি ভ্যালীর সভাপতি কমল চন্দ্র বুনার্জী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।