রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল সমাজের লোকদের নিয়ে ওয়াই মুভস প্রকল্প এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলার চৌমুহনায় মাতৃ ছায়া অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আর.ডব্লিউ.ডি.ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিশু অধিকার বিষয়ক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সমন্বয়ক নিরঞ্জন দেব, প্রচেষ্টা এনজিওর সমন্বয়ক আব্দুল ওয়াহব, কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সহকারী শিক্ষকা দীপালী সিনহা, সমাজসেবক নিখিল কুমার সিংহ, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর প্রমুখ।