বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলা প্রশাসক মৌলভীবাজার কর্তৃক সদর উপজেলায় শব্দকর ও বেদে জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় উপজেলার শব্দকর ও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ উপকারভোগীগণ।