বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোটার: আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের খবরে বিওপির ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া থানাধীন আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৩৮/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশ এর অভ্যন্তরে শিকরিয়া নামক স্থান হতে আলীনগর বিওপির টহলদল কর্তৃক চোরকারবারী ও মানব পাচারকারীকে আটক করেছে।
আটককৃত চোরকারবারী ও মানব পাচারকারী মোঃ আরজত আলী (২৭),পিতা-সিদ্দিক আলী,গ্রাম-শিকরিয়া,ডাকঘর-পৃথমপাশা,থানা-কুলাউড়া,মৌলভীবাজার বলে জানা গেছে।
জানা গেছে, উক্ত মানব পাচারকারী মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকা দিয়ে গমনকালে পথিমধ্যে বিজিবি টহল দলকর্তৃক সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার অঙ্গভঙ্গি এবং ফিডম নাগরিক পাচারের সাথে জড়িত বলে জান গেছে।
গত ১৬মে প্রকাশিত দৈনিক মৌমাছি কন্ঠসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পাচারকারীর নামের সাথে তার নাম ও ঠিকানার মিল থাকায় মানব পাচারকারী এবং মাদক ব্যবসায়ীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।