1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ইংল্যান্ডের জালে হাঙ্গেরির ৪ গোল

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৪৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : উয়েফা নেশন্স লিগের এবারের আসরে ইংল্যান্ডের দুর্দশা চলছেই। আবারও তারা হেরে গেছে হাঙ্গেরির বিপক্ষে। গ্যারেথ সাউথগেটের দলকে তাদের মাঠেই স্রেফ গুঁড়িয়ে দিয়েছে হাঙ্গেরি। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচটি ৪-০ গোলে হেরেছে ইংল্যান্ড।

ম্যাচের ১৬ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্দ সালাই। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। শেষ ১০ মিনিটে স্বাগতিকদের জালে আরও দুবার বল পাঠিয়ে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সফরকারীরা।

জন স্টোনস দ্বিতীয় হলুদ কার্ড দেখায় শেষ দিকে কিছুক্ষণ ১০ জন নিয়ে খেলা ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হাঙ্গেরির দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল সেই ১৯৫৩ সালে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৬-৩ গোলে।

সব মিলিয়ে দুই দলের ২৬ বারের দেখায় হাঙ্গেরির জয় ৭টি, ইংল্যান্ডের জয় ১৬টিতে, ৩টি ম্যাচ ড্র হয়। এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি। একই দিন আরেক ম্যাচে ইতালিকে ৫-২ গোলে হারানো জার্মানি ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ নম্বরে ইতালির ৫ পয়েন্ট, ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..