বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে নকল সন্দেহে ২০ টন টিএসপি সার জব্দ করা হয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা কৃষি অফিসার ওই সারগুলো জব্দ করেন। তবে সার সরবরাহকারীর দাবী সারগুলো কমলগঞ্জের চা বাগানগুলোতে সরবরাহ করার কথা রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কাগজপত্র দেখাতে না পারায় সারগুলো জব্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শমশেরনগর পুিলশ ফাঁড়ির সহযোগিতায় উপজেলা কৃষি অফিসার জনি খান গত শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় ব্রিকস ফিল্ড সংলগ্ন একটি গুদামে অভিযান চালান। এ সময় ২০ টন টিএসপি সার মজুত দেখতে পান। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন জানান সারগুলো কমলগঞ্জের চা বাগানগুলোতে সরবরাহ করার জন্য রাখা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে সঠিক কোন কাগজপত্র দেখাতে না পারায় সারগুলো জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। কাগজপত্র সঠিক পাওয়া গেলে পরীক্ষা নিরীক্ষা করে সারগুলো ছেড়ে দেয়া হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনি খান নকল সন্দেহে ২০ টন টিএসপি সার জব্দ করার সত্যতা নিশ্চিত করেন।