বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: আজ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার-এ কর্মরত কর্মচারীদের ০৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল বিচারক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদানে প্রশিক্ষণ কর্মশালার ভূমিকা বিষয়ে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।