রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার বন্যাকনলিত বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে অভিযাত্রিক ফাউন্ডেশন।
বন্যার শুরু থেকে এ কর্মসূচির ধারাবাহিকতায় প্রায় ৮ শতাধিক মানুষের ঘরে ঘরে গিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দেন।
এ প্রসঙ্গে অভিযাত্রিক ফাউন্ডেশনের সিলেট অঞ্চলের প্রতিনিধি এমদাদুর রহমান বলেন, আমরা বন্যার্তদের পাশে আছি, অভিযাত্রিক ফাউন্ডেশন সবসময় তাদের পাশে আছে। গত ৭ দিন থেকে আমরা নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রতিদিন ৩০০ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, বন্যার্তদের খোঁজখবর রাখার জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনের সভাপতি আহমেদ ইমতিয়াজ জামি একটি মনিটরিং টিম প্রস্তুত করেছেন। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।