শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে নিঃস্ব সহায়ক সংস্থা।
সোমবার সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর, মিরশংকরপুর, উত্তর সাদিপুর, কুরবানপুর, মহিষাগিরি, মদনগৌরি, বড়দল, কালিহাতি, ভূকশিমইল ও শশারকান্দি গ্রামের পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
নিঃস্ব সহায়ক সংস্থার কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়দের নেতৃত্বে ত্রাণ বিতরণকাজে উপস্থিত ছিলেন- সংস্থার সদস্য গোলাম মাওলা চৌধুরী দোহা, ভূকশিমইল ইউনিয়নের আব্দুল কাদির পাক্কুল, স্থানীয় সমাজসেবাক আশরাফ উদ্দিন, সেচ্ছাসেবক দিদার, রাজু ও সৈয়দ নাবিল প্রমুখ।
ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, খাবার সেলাইন, নাপা ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেওয়া হয়।