বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: ‘আন্ত প্রজন্ম সংহতি, সকলের জন্য বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে আর্ন্তজাতিক যুব দিবস-২০২২।
এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর-এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্ধিপ তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক প্রমুখ।